ব্লক মার্কেটে ১১ কোম্পানির লেনদেন ৪১ কোটি টাকা

এসএমজে ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১ কোম্পানির মোট ৬৮ লাখ ৬৩ হাজার ৮২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকা।

ব্লকে লেনদেনের শীর্ষে রয়েছে বীকণ ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির মোট ৩৩ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানির মোট ৫ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ২ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তাছাড়া, ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভালাইজিংয়ের ৬ লাখ ৪৬ হাজার, বঙ্গজ ৫ লাখ ৬২ হাজার, ব্র্যাক ব্যাংকের ৪১ লাখ ৯৩ হাজার, কহিনুর কেমিক্যালের ১৯ লাখ ৭৬ হাজার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ লাখ ৩২ হাজার, এমএল ডাইংয়ের ৬৭ লাখ ৩০ হাজার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড এবং এসকে ট্রিমস লিমিটেডের ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged