দেশের পুঁজিবাজারে ব্রোকারেজ হাউজগুলোর অনিয়ম নতুন কিছু নয়। হাউজগুলো বিভিন্ন সময় নানা কায়দায় অনিয়মের আশ্রয় নিয়ে থাকে। কিন্তু তাদের উপযুক্ত সাজা হয় না। কখনো সতর্ক করে দেওয়া আবার কখনো সামান্য পরিমাণে অর্থদণ্ড দেওয়ার মধ্যেই সীমিত থাকছে ব্যবস্থা গ্রহণ। এতে ফল যা হওয়ার তা-ই হচ্ছে। অনিয়ম কমছে না। কেউ যদি এক টাকা জরিমানা দিয়ে একশ টাকার অনিয়ম করে পার পেয়ে যায় তা হলে তো অনিয়ম কমবে না। বরং কখনো কখনো উৎসাহিত হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনিয়মের ক্ষেত্রে ব্রোকারেজ হাউজগুলোকে যে ধরনের জরিমানা করে এটি তাদের কাছে নস্যি। তারা এই সামান্য জরিমানা দেওয়ার জন্য তৈরি হয়েই থাকে। এটি তাদের গা-সওয়া হয়ে গেছে। সুতরাং আমরা বলে আসছি, যে পরিমাণ অনিয়ম তার চেয়ে অধিক পরিমাণ জরিমানা করা হোক এবং অনিয়মের গুরুত্ব অনুযায়ী জেল দেওয়ার ব্যবস্থা করা হোক। এক্ষেত্রে আইনি সক্ষমতা না থাকলে সরকারের সহায়তা নেওয়া যেতে পারে। কারণ মানুষের প্রয়োজনেই দুনিয়াতে আইন করা হয়। সেই আইন যদি কার্যকর করা যায় তা হলে দেশ ও মানুষের উপকার হয়।