এসএমজে ডেস্ক:
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর বোর্ড সভার তথ্য:
| কোম্পানির নাম | বোর্ড সভার তারিখ | বোর্ড সভার সময় |
| ইমাম বাটন | ৩০ জানুয়ারি | বেলা ২ টা ৩৫ মিনিটে |
| গোল্ডেন হারভেস্ট | ৩০ জানুয়ারি | সন্ধা ৬ টায় |
| জিকিউ বলপেন | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় |
| দেশবন্ধু পলিমার | ৩০ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| ইস্টার্ণ ক্যাবলস্ | ২৮ জানুয়ারি | বিকেল ৫ টায় |
| সাফকো স্পিনিং মিলস্ | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় |
| ইনটেক লিমিটেড | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় |
| মেঘনা পেট্রোলিয়াম | ২৯ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্ | ৩০ জানুয়ারি | বিকেল ৪ টায় |
| বিডিকম অনলাইন | ৩০ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| জিবিবি পাওয়ার | ৩০ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| ইন্ট্রাকো রিফ্যুয়েলিং | ৩০ জানুয়ারি | বিকেল ৪ টায় |
| গোল্ডেন সন | ৩০ জানুয়ারি | বিকেল ৪ টায় |
| সামিট পাওয়ার | ৩০ জানুয়ারি | বেলা ২ টা ৪৫ মিনিটে |
| খুলনা পাওয়ার কোম্পানি | ৩০ জানুয়ারি | সন্ধা সাড়ে ৭ টায় |
| আনলিমা ইয়ার্ণ | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় |
| ইউনাইটেড পাওয়ার জেনারেশন | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় |
| ফুওয়াং সিরামিক | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় |
| এনভয় টেক্সটাইল | ৩০ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| রংপুর ডেইরী ফুড | ৩০ জানুয়ারি | বিকেল ৩ টায় |
| হাওয়া ওয়েল টেক্সটাইল | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৫ টায় |
| পাওয়ার গ্রিড | ২৮ জানুয়ারি | সন্ধা সাড়ে ৭ টায় |
| তিতাস গ্যাস | ২৮ জানুয়ারি | সন্ধা ৬ টায় |
| আর এ কে সিরামিক | ৪ ফেব্রুয়ারি | সন্ধা সাড়ে ৬ টায় |
| বীচ হ্যাচারী | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৪ টায় |
এসএমজে/২৪/ঝি/বা
