বিনিয়োগকারীরাও সচেতন হোন

শেখার কোনো শেষ নেই। প্রতিনিয়ত শেখার মানে হচ্ছে কোনো বিষয়ে সচেতন ও সমৃদ্ধ হওয়া। তারপর ওই বিষয় সম্পর্কে সম্মুখ ধারণা সৃষ্টি হয়। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বলবো, আপনারা সচেতন হোন। জানা-বোঝার এখন অনেক মাধ্যম আছে। বিশেষ করে পুঁজিবাজার বিষয়ে গুণী লেখকের বই আছে বাজারে। শুধু ওয়েবসাইট দেখে পুঁজিবাজারের পুরোটা বোঝা যাবে না। সঠিকভাবে জানতে হলে বই পড়া দরকার। ব্যক্তিগত উদ্যোগেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই কাজ করতে পারেন।  এছাড়া আমরা আরও যে বিষয়টি বলে আসছি, সেটি হলো ব্রোকারেজ হাউজগুলো বিনিয়োগকারীদের মাধ্যমে ব্যবসা করে আসছে। কিন্তু সে অনুযায়ী দায়িত্ব পালন করছে না। তারা চাইলে ভালো লেখকদের বই কিনে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করতে পারে। এ ধরনের কাজ কিন্তু ব্রোকারেজ হাউজগুলো করছে না। এই অবস্থায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও পদক্ষেপ নিতে পারে- যাতে ব্রোকারেজ হাউজগুলো কাজটি করে।

বিনিয়োগঝুঁকি কমানোর ক্ষেত্রে বিনিয়োগ সচেতনতা অনেক জরুরি বিষয়। এতে কারসাজি, গুজব বা অন্যকোনো অনিয়ম বুঝতে বিনিয়োগকারীরা সক্ষম হবেন। তাদের সক্ষমতা পুঁজিবাজারকেও সম্দ্ধ করবে। সুতরাং সংশ্লিষ্টরা বিষয়টি আমলে নিতে পারেন।

Tagged