বিনিয়োগকারীদের সক্ষমতা বাড়বে তো?

প্রায় এক দশকের মন্দায় পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। এসময় শুধু মন্দাই নয়, অনিয়ম, কারসাজি, আইন প্রয়োগে ব্যর্থতা, আইনি দুবর্লতার কারণেও বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতির ফল পুরোটাই ভোগ করতে হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। এতে লাখ-লাখ বিনিয়োগকারী বাজার থেকে ছিটকে পড়েছেন। যারা বাজারে রয়ে গেছেন, তারা হাতে থাকা অবশিষ্ট শেয়ারগুলো হয়তো নাড়াচাড়া করছেন। নতুন করে বিনিয়োগ করার ক্ষমতা তাদের নেই। ফলে পুঁজিবাজারে এই প্রশ্ন বারবার  আসছে- দুর্বল হয়ে পড়া বিনিয়োগকারীদের সক্ষমতা বাড়বে তো? কারণ অনেক সময় বাজার সাময়িকভাবে ভালো হলেও এর সুফল চলে যায় কারসাজি চক্রের পকেটে। এর থেকে সাধারণ বিনিয়োগকারীরা খুব একটা লাভবান হতে পারেন না। তাই এমন বাজার ব্যবস্থা নিশ্চিত হওয়া প্রয়োজন, যার মাধ্যমে বাজার কারসাজিমুক্ত থাকবে, বিনিয়োগকারীরা ঠকবেন না। এতে তাদের সক্ষমতা বাড়বে। আর বাজারে হারানো আস্থা ফিরে আসবে। তখন হওয়তো একটি স্থিতিশীল পুঁজিবাজার পাওয়া সম্ভব হবে। কারণ বাজারের মূল চালিকা শক্তিই হচ্ছে সাধারণ বিনিয়োগকারী। তাদের অংশগ্রহণ স্বত:স্ফূর্ত হলে বাজারে গতি ফিরে আসবে।

Tagged