ডিএসই ও সিএসই’র নতুন এমডি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। গতকাল, ২২ জানুয়ারি বুধবার এই দুই স্টক এক্সচেঞ্জের এমডি নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল, বুধবার বিএসইসির ৭১৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

ডিএসইর এমডি পদে কাজী ছানাউল হক এবং সিএসইর এমডি পদে মামুন-উর-রশিদের নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।

ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক সর্বশেষ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। তার আগে তিনি সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে সিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ সর্বশেষ বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএমজে/২৪/বা

Tagged