বিনিয়োগকারীদের বাজারে ফেরার সুযোগ যেন ব্যাহত না হয়

পুঁজিবাজার এক ক্রান্তিকাল পার করছে। গত কয়েক বছর ধরে নানা ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে বাজার চলছে। এই অবস্থা এখনই কেটে গেছে, এমনটি বলা যাবে না। তারপরও গত কয়েক দিনের লেনদেনচিত্র এক ধরনের আশা জাগিয়েছে। এখন এটি ধরে রাখা প্রয়োজন। পাশাপাশি খেয়াল রাখতে হবে সাধারণ বিনিয়োগকারীদের বাজারে ফেরার সুযোগ যেন ব্যাহত না হয়।

অতীতে দেখা গেছে যখনই বাজার উন্নতির দিকে যাত্রা শুরু করে, তখনই অশুভ শক্তির তৎপরতা বেড়ে যায়। নানা ধরনের কারসাজিচক্র সক্রিয় হয়ে ওঠে। এসময় উপযুক্ত নজরদারির অভাবে বাজারে ফের সংকট সৃষ্টি হয়। এতে বিনিয়োগকারীরা ভয় পেয়ে যান। বাজারে অস্থিরতা বাড়তে থাকে। এই পরিস্থিতিতে তারা ফের বাজারবিমুখ হতে শুরু করেন। এক্ষেত্রে পুঁজিবাজার কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থা যদি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়, এমনটি ঘটার সুযোগ কমে আসবে। বাজারের কাঠামো অধিক মজবুত হবে। এ কারণেই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাজার উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ নিরাপত্তা বাড়ানোর জন্য সব সময় কাজ করে যেতে হবে। এটি এক-দুদিনের কাজ নয়। সব সময়ের কাজ। এই কাজ কখনোই থামানো উচিত নয়।

 

 

Tagged