বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হবে কি?

জাতীয় বাজেট উপস্থাপনের পর থেকে ভালো যাচ্ছে না পুঁজিবাজার। কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া না হলে এই বাজারের উন্নতির নাও হতে পারে। এমনটি মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য কালো টাকার ঘোষণা না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ভর করেছে, যার প্রভাব পড়ছে বাজারে। পুঁজিবাজারের সুবিধাভোগীদের বেশিরভাগের মত হলো— পুঁজিবাজার চাঙা করতে হলে অপ্রদর্শিত বা কালো টাকা এই বাজারে বিনিয়োগের সুযোগ দিতে হবে। সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমও মনে করেন, অর্থনীতির মূলধারায় আনতে কালো টাকাকে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনাযোগ্য।

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ‘প্রস্তাবিত বাজেট ও শেয়ার বাজারে তার প্রভাব’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় শামসুল আলম বলেন, ‘সরকার পুঁজিবাজারের উন্নয়নে খুবই আন্তরিক।’

ওই সভায় মূল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান ৫ শতাংশ কর দিয়ে শেয়ার বাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সুপারিশ করেন। তিনি উল্লেখ করেন, কালো টাকার সুযোগ দেওয়া হলে তাতে একদিকে কালো টাকা অর্থনীতির মূলধারায় আসবে, অপরদিকে পুঁজিবাজারকে গতিশীল করতে সহায়তা করবে।

সকিছুর পর এটি এখন প্রধান বিবেচ্য বিষয় এসব মতামত কতটা গুরুত্ব পাবে সরকারের কাছে। আর এর মধ্য দিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা কতটা পূরণ হবে?

Tagged