বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নেই কেন

নিয়ন্ত্রক সংস্থার নানান উদ্যোগের পরও শেয়ারবাজারে টানাপতনে গত সপ্তাহে বিনিয়োগকারীরা তাদের মূলধনের সাড়ে ১৪ হাজার কোটি টাকা হারিয়েছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। নিয়ন্ত্রক সংস্থার প্রধান কাজ হচ্ছে শেয়ারবাজারকে নিয়ন্ত্রণ করা। কিন্তু তারা বাজারকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে তারাই ভালো বলতে পাবে। বিনিয়োগকারীদের পুঁজির নিশ্চয়তা দেওয়াও নিয়ন্ত্রক সংস্থার কাজ। পুঁজির নিশ্চয়তা না পেলে এই বাজারে বিনিয়োগকারীদের ধরে রাখা কঠিন হয়ে যাবে। কাজেই ইতিবাচক বাজারের নিশ্চতয়তা নিয়ন্ত্রক সংস্থাকেই নিশ্চিত করতে হবে।

সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ করেন লাভের আশায়। বর্তমান বাজারে লাভ তো দূরের কথা তাদের পুঁজি গায়েব হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এতো কিছুর পরও বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নেই কেন? যখনই বাজার কিছুটা ইতিবাচক ধারায় ফিরে আসে, তখনই শরু হয় ছন্দপতন। এর পেছনে যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায় না। আমরা এ কথা বলছি না সব সময় পুঁজিবাজার থেকে মুনুফা আসবে। কিন্তু সব সময় পুঁজি হারিয়ে যাবে, এটিও তো বাজারের সঠিক চিত্র হতে পারে না। এখানে বিভিন্ন অংশীজন রয়েছেন, তারা এসব বিষয়ে চিন্তা ভাবনা করবেন বলে আমরা আশা করি।