পঞ্জিকার হিসাবে আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর চলতি বছর ২০১৯ শেষ হচ্ছে। কিন্তু আজ ব্যাংক লেনদেন হবে না বিধায় পুঁজিবাজার বন্ধ থাকবে। সে মতে গতকাল সোমবারই ছিলো বছরের শেষ লেনদেন। বলা চলে পুঁজিবাজারে বিনিয়োগককারীদের কাছে এই বছরে অনেক হতাশার, অনেক বেদনার। বছর শেষে সূচক কমেছে প্রায় এক হাজার পয়েন্টের বেশি। এর আগে গত প্রায় এক দশক ধরে পুঁজিবাজার স্বাভাবিক নেই। ২০১০ সালের পর থেকে বাজারে নানা ধরনের চরাইউৎরাই চলে আসছে। এর মধ্য দিয়ে লাখ-লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে বাজারবিমুখও রয়েছেন। তাদের সব পুঁজি শেষ হয়ে গেছে। অনেকেই এখন ঋণের বোঝা টানছেন। তাই তাদের চোখের জলেই বিদায় নিল বছরটি।
পুঁজিবাজারের জন্য বছরটি শুধু মন্দাই নয়, বন্ধ্যাও ছিল। নিঃস্ফলা একটি বছর গেলো। কোনো বিষয়ই উন্নতি দেখা যায়নি। আসেনি গুণগত পরিবর্তন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কিছু বিক্ষিপ্ত পদক্ষেপ নিলেও বাস্তবে তেমন সুফল আসেনি। বরং দাবি-দাওয়া নিয়ে সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন। এখন নতুন বছরে তাদের প্রত্যাশা বাজারের উন্নয়ন। এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গঠনমূলক পদক্ষে নিতে হবে। তা হলেই একটি কাঙ্খিত পুঁজিবাজারের লক্ষ্য পূরণ সম্ভব হতে পারে। বিনিয়োগকারীরা তেমন একটি সুদিনের প্রত্যাশায়ই দিন গুনছেন।