বিনিয়োগকারীদের কফিন মিছিল: বিএসইসির টনক নড়ছে না কেন

শেয়ারবাজারের টানা দরপতনের প্রতিবাদে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি করেছেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। এমন দাবি তারা অনেক দিন ধরেই করে আসছেন। কিন্তু কানে তুলছেন না সংশ্লিষ্টরা। বিগত পতিত সরকারও এমন মনোভাব দেখিয়েছে পুঁজিবাজারসহ নানা বিষয়ে, সেটি হচ্ছে আমরা যেটা করেছি তার কোনো পরিবর্তন হবে না। এ ধরনের প্রবণতা দেশ ও জাতি কল্যাণ বয়ে আনবে না। বরং ক্ষতিই বাড়তে থাকবে।

বিক্ষোভকারীরা শেয়ারবাজারের পতনের জন্য বিএসইসির ব্যর্থতাকে দায়ী করে আসছেন। আমরা বুঝতে পারছি না সংম্লিষ্ট যারা আছেন তাদের বক্তব্য আসলে কী। তারা পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে কোন ধরনের পরিকল্পনা করে এগোচ্ছেন।

প্রতিবাদী বিনিয়োগকারীরা কফিন মিছিল করেছেন। এতেও বিএসইসির চেয়ারম্যানের টনক নড়ছে কেনো? তিনি আসলে কী চান? এভাবে গদিরক্ষা কতটা সম্ভব হবে। লাখ লাখ বিনিয়োগকারীকে হতাশ করে বিএসইসি কীভাবে সামনে অগ্রসর হবে? আমরা মনে করি এ ধরনের প্রবণতা বিপদ আরও বাড়াবে।

এদিকে সরকারের বিষয়েও অনেকটা কঠোর বাক্য প্রয়োগ করেছেন বিনিয়োগকারীরা। কারণ তারা খুবই বিরক্ত। এর কারণ থাকাটাই স্বাভাবিক। সরকার সঠিক জায়গায় সঠিক লোকটিকে বসাতে পারছে বলে মনে হয় না। এখন সরকারকেই এই দায় নিতে হবে।

Tagged