বিনিয়োগকারীদের আশা পূর্ণ করলো ইউনাইটেড পাওয়ার

 

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ৫ নভেম্বর  ঢাকার আর্মি গলফ্ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান বাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনের আশা পূর্ণ করেছে কোম্পানিটি। এজিএমে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ  বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

সরেজমিনে বিনিয়োগকারীরা বলেন, বর্তমান বাজারের দুরাবস্থার সময় কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড আমরা সন্তুষ্ট। সর্বমোট ১৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণায় আমরা বেশ আনন্দিত।

এজিএমে সভাপতিত্ব করেন ইউনাইটেড পাওয়ারের চেয়ারম্যান জেনারেল মো. আব্দুল মুবিন, এসবিপি, এনডিসি, পিএসসি (অবসর)। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ, পরিচালক হাসান মাহমুদ রাজাসহ অন্যান্য পরিচালক, কোম্পানির মেম্বার, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

Tagged