বিক্রির চাপে ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

দেশের পুজিবাজারে দিনভর সূচক ওঠানামার মধ‍্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস গত মঙ্গলবার লেনদেন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট।

সূচকের কমলেও বেড়েছে লেনদেন। ফলে সোমবার ও মঙ্গলবার টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো। তবে তার আগে টানা তিন কর্মদিবস উত্থান হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৯ কোটি ১ লাখ ৪ হাজার ৩৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ৪৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮০ লাখ ২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৬ হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে। আর ডিএসই ৩০ সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে ফের কিছুটা হাতাশা কাজ করছে বাজার নিয়ে।

Tagged