এসএমজে ডেস্ক
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে আগারগাঁওয়ের বিএসইসি ভবনে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের প্রায় চার ঘন্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
সর্বশেষ খবর হচ্ছে, বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারায় বিএসইসির চেয়ারম্যান ও অন্য কমিশনারেরা বিএসইসি ভবন ত্যাগ করেন। এ সময় কর্মকর্তা–কর্মচারীরা তাঁদের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। কর্মকর্তা–কর্মচারীরা কিছুক্ষণের মধ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে পুরো পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
এদিকে বেলা ১১টার পর থেকে বিএসইসি ভবনে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। বেলা দুইটা পর্যন্ত ভবনের গেট দিয়ে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ভেতর থেকে কাউকে বের হতে দেননি কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা।
বেলা দুইটার দিকে সেনাবাহিনীর একটি দল বিএসইসি কার্যালয়ের সামনে আসে। পরে ভেতরে প্রবেশ করে দলটি। পুলিশের একটি দলও সঙ্গে ছিল।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে জুনিয়র কর্মকর্তারা আজ এই কর্মসূচি পালন করছেন। গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক আদেশে বাধ্যতামূলক অবসরের এই সিদ্ধান্ত জানান। বিএসইসিতে নতুন কর্তৃপক্ষ যোগ দেওয়ার পর সাইফুর রহমানকে ওএসডি করা হয়েছিল। এখন তাঁকে অবসরে পাঠানো হয়।