বিএসইসির নির্দেশনা পেলে লেনদেন চালু করতে প্রস্তুত সিএসই

এসএমজে ডেস্কঃ
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে৷ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে পূর্বের মতো সঙ্গতি রেখে ৩০ মে পর্যন্ত সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পেলে লেনদেন চালু করতে প্রস্তুত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি বিএসইসি শেয়ার বাজার চালু করার কোনো নির্দেশনা প্রদান করে তবে সে অনুযায়ী সিএসই তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রস্তুত আছে। উল্লেখ্য, উপরোক্ত উল্লেখিত নির্দেশনা ছাড়া সাধারণ ছুটির মেয়াদ বাড়লে সিএসএই এর কার্যক্রম ছুটির সাথে সঙ্গতি রেখে বন্ধ থাকবে।
এসএমজে/২৪/রা

Tagged