বিএসইসিতে দুষ্ট লোকের আগমন কমছে: পুঁজিবাজারের জন্য সুসংবাদ

বিএসইসিতে দুষ্ট লোকের আগমন কমে যাচ্ছে। আমরা এই লোকদের চিহ্নিত করতে পেরেছি। তাদের আর সুযোগ দিচ্ছি না- এমন কথা জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি সম্মেলন কক্ষে বিশ্ব-বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ‘বিনিয়োগকারীদের সুরক্ষা: ব্যবসায় এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে কোভিড-১৯ এর প্রভাব’ বিষয়ক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে গণমাধ্যমে খবর হয়।

পুঁজিবাজার দুষ্টচক্র থেকে মুক্ত হোক, এটি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের চাওয়া। তাই নিয়ন্ত্রক সংস্থা্র প্রধানের এই আশ্বাস বাজারের জন্য সুসংবাদ বয়ে আনবে। বছরের পর বছর সুশাসনের অভাবে পুঁজিবাজারে দুষ্টচক্র আধিপত্য দেখিয়ে আসছে। এতে দীর্ঘ হতাশা তৈরি হয় বিনিয়োগকারীদের মধ্যে। তাই তারা এর প্রতিকার চেয়ে আসছিলেন। বর্তমান কমিশন যদি দুষ্ঠচক্রের আধিপত্য পুঁজিবাজার থেকে খর্ব করতে পারে তাহলে বিনিয়োগকারীরা স্বস্তি পাবেন। একই সঙ্গে বাজারের গুণগত পরিবর্তন আসবে। তাই নিয়ন্ত্রক সংস্থার এই আশ্বাস বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করি।

Tagged