বাজার মূলধনে রেকর্ড যেনো মরীচিকায় মিলিয়ে না যায়

নতুন বছরে একের পর এক রেকর্ড হচ্ছে পুঁজিবাজারে। কখনো সূচকে  কখনো লেনদেনের পরিমাণে হচ্ছে এই রেকর্ড। সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার রেকর্ড হয়েছে বাজার মূলধনে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ পাঁচ লাখ ১ হাজার কোটি টাকার ঘরে পৌঁছেছে। টাকার পরিমাণে লেদেন কিছুটা কমলেও ২ হাজার কোটি টাকার উপর হয়েছে।

গতকাল ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা পৌঁছায়। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। বাজার মূলধন ১১ হাজার ৩৯৩ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা বেড়েছে। বুধবার (১৩ জানুয়ারি) ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯০ হাজার ৩১৬ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।

নতুন বছরে পুঁজিবাজারে বেশ কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। তবে সব লক্ষণই সব সময় গন্তব্যে পৌঁছে না। এজন্য চাই সঠিক ব্যবস্থাপনা এবং কার্যকর পদক্ষেপ। না হলে এ ধরনের রেকর্ড মরীচিকার মতো মিলিয়ে যাবে। এখন সময়ে এসেছে পুঁজিবাজারে আস্থার প্রমাণ দেওয়ার।

Tagged