বর্তমান সময়ে প্রধান উপদেষ্টার বৈঠক পুঁজিবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ

আজ রোববার পুঁজিবাজার নিয়ে বৈঠকে বসার কথা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকের আয়োজন করার কথা রয়েছে।

বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আশা করা যায় এটি একটি সফল বৈঠক হবে। প্রধান উপদেষ্টার উপস্থিতি বৈঠকে ভিন্ন মাত্রা পাবে। এ সময়ের বৈঠকটি অনেক বেশি গুরুত্ব বহন করে।

প্রধান উপদেষ্টা যদি সব পক্ষের কাছ থেকে পুঁজিবাজার সম্পর্কে ধারণা নেন, তা হলে এটি খুবই গুরুত্ব পাবে বলে আমাদের ধারণা। এছাড়া প্রধান উপদেষ্ট অর্থনীতি সম্পর্কে খুবই ভালো ধারণা রাখেন। সুতরাং তার পরামর্শ পাওয়া শেয়ারবাজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আশা করা যায় অভিজ্ঞতার আলোকে তিনি শেয়ারবাজারে সম্পর্কে খুবই যৌক্তিক এব কার্য দিক নির্দেশনা দেবেন। সুতরাং আমরা বিশ্বাস করি এ বৈঠক হবে পুঁজিবাজারে যুগান্তকারী ঘটনা।

Tagged