বছর শেষে ব্লক মার্কেটে ৫০ কোম্পানির লেনদেন ১০৯ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

চলতি বছরের শেষ দিন আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০৯ কোম্পানির মোট লেনদেন হয়েছে ১০৯ কোটি ৭২ লাখ ২ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৩৩ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ১৪ কোটি  ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা রেনাটা লিমিটেডের মোট ১১ কোটি  ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল-এবি ব্যাংক, এডিএন টেলিকম, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিডিকম অনলাইন, বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বেক্সিমকো ফার্মাসিউটক্যালস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, ইস্টার্ণ কেবলস, জেনিক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট, গ্রামীণফোন,গ্রীণ ডেল্টা মিউচুয়্যাল ফান্ড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ,লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, ম্যাকসনস স্পিনিং, মেরিকো, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স,প্যারামাউন্ট টেক্সটাইল,রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, রুপালী ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, এসকে ট্রিমস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এস.এস. স্টিল,স্ট্যান্ডার্ড সিরামিক, সামিট পাওয়ার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

লিমিটেড।সূত্র: ডিএসই

এসএমজে/২৪/ঝি

Tagged