ফ্লোর প্রাইস আরোপের পরও পুঁজিবাজারে দরপতন

দেশের পুঁজিবাজারে নতুন করে ১৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডে ফ্লোর প্রাইস আরোপের প্রথমদিন থেকেই দরপতন দেখা গেছে। এদিন সূচক, লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ফলে গত সোম ও মঙ্গলবার দুদিন উত্থানের পর বুধ ও বৃহস্পতিবার টানা দুদিন আবারও দরপতন হয়।

শেয়ার কেনার চেয়ে বিক্রি চাপে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে দশমিক ৯১ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৫৩ পয়েন্ট।

এর আগের দিন বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস) ২১ ডিসেম্বর ফ্লোর প্রাইস তুলে দেওয়া ১৬৯টি প্রতিষ্ঠানের ওপর আবারও ফ্লোর প্রাইস আরোপ করে।

নিয়ন্ত্রক সংস্থা মনে করেছিল, ফ্লোর প্রাইস আরোপ করলে বাজারে দরপতন বন্ধ হবে। কিন্তু উল্টো দরপতন হয়েছে উভয় বাজারেই। বাজারের এ ধরনের আচরণে বিনিয়োগকারীদের মধ্যে আরও শঙ্কা বাড়তে পারে। তাই শুধু ফ্লোর প্রাইস নিয়ে নয়, অন্যভাবেও বাজারের উন্নতির জন্য কী করা যায় সেটি ভাবা প্রয়োজন বলে মনে হচ্ছে।

Tagged