শেয়ারবাজারের চলমান সংকট নিরসনে বিদেশি পরামর্শক দিয়ে সংস্কার করার বিষয়টি খুবই ইতিবাচক। প্রধান উপদেষ্টার নির্দেশনারগুলোর একটি এটি। আমরা চাই এটি বাস্তবায়ন হোক। আমরাও দীর্ঘ সময়ে লিখে আসছি যে, প্রয়োজনে উন্নতবিশ্বের শেয়ারবাজারের অভিজ্ঞতা কাজে লাগানো হোক। অথবা তাদের মধ্য থেকে অভিজ্ঞদের দিয়ে শেয়ারবাজার শক্তিশালী করণে পদক্ষেপ নেওয়া হোক। কিন্তু বিগত সরকারগুলো এসব দাবিকে কানেই তোলেনি। তার মনে করেছে তারা যার করছে সেটি সবচেয়ে উত্তম। তাদের চেয়ে ভালো বোঝে এমন কোনো লোক থাকতে পারে না। ফলে গোয়ার্তুমির যত পথ আছে, তারা অবলম্বন করেছে। যে কারণে পুঁজিবাজারে বর্তমান কঙ্কালসার রূপ আমরা দেখছি। এটি একদিনে হয়নি। বছরের পর বছর ধরে অবহেলা, অদক্ষ পরিচালনা, অনিয়ম, দুর্নীতির মধ্য দিয়ে বর্তমান সংকটের সৃষ্টি।
বর্তমান সরকার ভালো পদক্ষেপ নিলেও পরের সরকার এসে এর ধাারাবাহিকতা রাখবে কি না এটি একটি বড় বিষয়। তবুও আমরা আশাবাদি হতে চাই। কারণ স্বপ্ন দেখা ছাড়া কোনো বিষয়কে প্রতিষ্ঠিত করা যায় না। ফলে প্রয়োজনে বিদেশ থেকে অভিজ্ঞ লোকজন এনে আমরা তাদের দক্ষতাটুকু নিতে পারি। এটি আমাদের পুঁজিবাজার জন্য সহায়ক হতে পারে।