প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আশানুরূপ নয়

পুঁজিবাজার শক্ত ভিতের ওপর দাঁড়াতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিকল্প নেই। গত কয়েকদিন বাজারের গতি কিছুটা ফিরেছে। তবে গতি কতটা স্থায়ীত্ব পাবে সেটি এখনই বলার সুযোগ আসেনি। এদিকে বাজারের লেনদেনের চিত্র বলছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আশানুরূপ সক্রিয় হয়নি। বিভিন্ন ধরনের উদ্যোগের কথা বলা হচ্ছে। এসব উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যাতে বাড়ে সে বিষয়টিও গুরুত্ব দেয়া দরকার। এতে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। তারা ভরসা পাবেন লেনদেনে। সবদিক থেকে বাজারের প্রতি মনোযোগ বাড়লে, গতিশীল অবস্থা তৈরি হওয়া কেবল সময়ের ব্যাপার। তবে ব্যবস্থাপনার পরিবর্তন ও উন্নয়নের ওপর নির্ভর করে অনেক কিছু। বাজার ব্যবস্থাপনা যত উন্নত হবে, বাজার তত প্রসারিত হবে। এটি করতে পারলে অশুভ শক্তির তৎপরতা কমে আসবে। এর ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তারও অবসান হবে। আতঙ্ক নয় ফুরফুরে মেজাজ নিয়ে তারা বিনিয়োগ করতে পারবেন। যখনই বাজারে সব ধরনের বিনিয়োগ নিরাপদ হবে, তখনই বাজার চাঙ্গা ও স্থিতিশীল হবে। কয়েকদিন পর পর দাবি-দাওয়ার দরকার হবে না।

Tagged