নারায়ণগঞ্জে ২২ ভারাটের বাড়ি ভাড়া মওকুফ করলেন শান্তা ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের এক বাড়ির মালিক ২২ ভাড়াটে পরিবারের বাড়ি ভাড়া ও আনুসাঙ্গিক বিল মওকুফসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভাড়াটে পরিবারগুলো। এই সংকটময় অবস্থায় দেশের অন্য বাড়ির মালিকরাও যাতে তাদের সাধ্যমতো এগিয়ে আসেন সেই প্রত্যাশাই সবার।
গতকাল ২৮ মার্চ শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বারৈভোগ এলাকায় ড্রিম হাউস নামে একটি দোতলা বাড়ি এবং ভুইগড় এলাকায় অস্থায়ী নিবাস নামে আরেকটি তিনতলা বাড়ির মালিক শান্তা ইসলাম।
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সবসময় ভবনের ভাড়াটেদের খোঁজখবর রাখেন তিনি। এপ্রিল মাসের ভাড়া, বিদ্যুৎ, গ্যাস এবং পানির বিল মওকুফ করে দেয়ার ঘোষণা দেন শান্তা। একইসঙ্গে তাদের চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও স্যানিটাইজার সামগ্রীও বিতরণ করেন তিনি।

এদিকে দেশের অন্য বাড়ির মালিকদের দুর্যোগপূর্ণ এসময়ে ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শান্তা ইসলাম।
এ ব্যাপারে বাড়ির মালিক শান্তা ইসলাম বলেন, ‘তারা যেন সবাই নিরাপদে ঘরে থাকে তাই এসব ব্যবস্থা করে দিয়েছি। তারা যেন করোনার জন্য বাইরে বের না হয়। দু’টি বাড়িতে ২২টি পরিবার ভাড়া থাকছেন।’
এসএমজে/২৪/রা

Tagged