এসএমজে ডেস্ক:
৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রাইম ইন্স্যুরেন্সের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করায় কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তারিত হয়েছে। গতকাল, ২২ ফেব্রুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির শেয়ারের এই ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৩০ কার্যদিবসে কোম্পানির শেয়ারের লেনদেনে থাকছে না মার্জিন ঋণের সুবিধা। কোম্পানিটির শেয়ার লেনদেন করতে হবে বিনিয়োগকারীদের নগদ টাকায়।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা যা আগের বছর একই সময়ে ছিল ১.১২ টাকা। শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.৩১ টাকা যা আগের বছর ছিল ১৬.৮৮ টাকা। কোম্পানির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.২৭ টাকা যা আগের বছর ছিল ০.০৮ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ, ২০২০ তারিখে বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ারে অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট হবে আগামী ১২ মার্চ, ২০২০। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এসএমজে/২৪/বা