এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে সদ্য লেনদেন শুরু করা কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেনদেনের প্রথম দিনেই বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। কোম্পানিটি আজ বুধবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

সূত্র মতে, আজ দুপুর ১২টা ৩৩ মিনিট পর্যন্ত ওয়ালটন হাইটেকের স্ক্রিনে ৮৯ লাখ ৪৫ হাজার ৯২২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭৮ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটির ২২ বারে মাত্র ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।
প্রসঙ্গত, আজ দুই স্টক এক্সচেঞ্জে ওয়ালটন হাইটেক এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করে। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ২৪৩টি। কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ৩০২ কোটি ৯২ লাখ টাকা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/রা
