পুঁজিবাজারে অস্থিরতা থামছে না। বাজার যেন রুগ্ন দশায় পড়েছে। লেনদেন ঠেকেছে তলানিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আট মাসের আগের অবস্থানে চলে গেছে। গতকাল ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৩৯ শতাংশ কমে ৭০০ কোটি টাকার নিচে নেমেছে। যা ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।
ডিএসইতে গতকাল ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সাত মাস ২৫ দিন বা ১৫৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০২ কোটি টাকার।
পুঁজিবাজারের বর্তমান অবস্থা খুবই নাজুক বলা যায়। যদিও নিয়ন্ত্রক সংস্থা থেকে দায়িত্বশীল ব্যক্তিরা বলে আসছেন, বাজারের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কিন্তু বর্তমানে এ আশারবাণী কাজে লাগছে না। প্রতিদিনই প্রায় দরপতন হচ্ছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে। এ কারণে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাজারের অস্বাভাবিক পতনের জন্য কী কারণ দাীয়, সেটি খুঁজে বের করা প্রয়োজন। এখনই নীতিনির্ধারকদের বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া দরকার। কেবল আশারবাণী শোনালে বাজারে পরিবর্তন আসবে না। দরকার কার্যকর পদক্ষেপের।