পুঁজিবাজার পরিচালনায় যোগ্য লোকের নেতৃত্ব প্রয়োজন

একটি দেশের উন্নতি করতে হলে সবার আগে প্রয়োজন দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। দেশপ্রেম না থাকলে, দেশের প্রতি, মানুষের প্রতি মমত্ববোধ না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। একই কথা খাটে পুঁজিবাজারের ক্ষেত্রেও। এখানে যারা পরিচালনায় দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে,  সাধারণ মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য বোধ করতে হবে। কিন্তু দেখা যায় অনেক সময় এ বিষয়টি কর্তাদের মনে থাকে না। নীতিনির্ধারকদেরও এ ক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করা দরকার। সৎ ও যোগ্য লোকের হাতে দায়িত্ব দেওয়া প্রয়োজন। এটি না হলে পুঁজিবাজার উন্নয়ন ত্বরান্বিত হবে না।

এ দেশের সাধারণ মানুষ খারাপ নয়, তারা পরিশ্রম করে অর্থনীতির চাকা সচল রেখেছেন। তারা দেশের প্রয়োজনীয় ডলার সংগ্রহ করছেন। এটি ধনী-গরিব-ব্যবসায়ী সকলের কাজে লাগছে। আধুনিক বিশ্বে বৈদেশিক মুদ্রার রিজর্ভা ছাড়া দেশ চলতে পারে না। তাই যারা এটি করছেন, তারা যেন সর্বক্ষেত্রে সম্মান পান, তারা যাতে না ঠকেন সেটি নিশ্চিত করতে হবে। এই কারণে পুঁজিবাজারে এসে কোনো সাধারণ নাগরিক যাতে ক্ষতির মধ্যে না পড়েন এটি নিশ্চিত করতে হবে। আর এর জন্য সবার আগে প্রয়োজন সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব।

Tagged