বিনিয়োগকারীরা বাঁচলে পুঁজিবাজারও বাঁচবে

কথায় আছে- ‘ডিম আগে না মুরগি আগে।’ এর উত্তর যেমন একরকম হয় না, তেমনি পুঁজিবাজার না বিনিয়োগকারী কথা আগে ভাবতে হবে, এর উত্তরও অভিন্ন না-ও হতে পারে। তবে বলা যায়, পুঁজিবাজার বাঁচাতে হলে বিনিয়োগকারীদের বাঁচাতে হবে। দুটি বিষয়ই একে অপরের পরিপূরক। এখানে অভিন্ন স্বার্থে কাজ করতে হবে। এ কারণে পুঁজিবাজারে গতি আনার জন্য এমন কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না যাতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। তাদের স্বার্থ রক্ষা করেই পুঁজিবাজারে গতি ফরাতে হবে, উন্নতি করতে হবে।

বিনিয়োগকারীবান্ধব সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত পুঁজিবাজারও লাভবান হবে। এ ক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে হবে, কতিপয় অনিয়মকারী চক্র যেন ফায়দা লুটতে না পারে। সবদিক থেকে চেপে  ধরতে পারলে অনিয়মকারীরা এক সময় অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য  হবেন। তাদের  দৌরাত্ম্য বন্ধ করা না গেলে বাজারে শৃঙ্খলা ফিরবে না। আর একটি বিশৃঙ্খল পুঁজিবাজার দেশের অর্থনীতিকে কিছুই দিতে পারবে না। বরং এটি আরও ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

এসব কারণ, ফাকফোঁকর বন্ধ করতে হবে। কাজটি করার জন্য বর্তমানই শুধু নয় ভবিষ্যৎ সম্পর্কে বিশদ পরিকল্পনা দরকার।

Tagged