পুঁজিবাজারে লেনদেনের গতি আশা জাগাচ্ছে

পুঁজিবাজারের লেনদেনে গতি ফিরেছে। দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৮৭ কোটি টাকা। এ নিয়ে গত দুই দিন ডিএসইতে লেনদেন ১ হাজার ৪৫০ কোটি টাকার ওপরে ছিল। লেনদেন বাড়ার পাশাপাশি সূচকও বেড়েছে বাজারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে গত ওই দিন লেনদেন ছিল গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ২০ জানুয়ারি ডিএসইতে ১ হাজার ৬০১ কোটি টাকার লেনদেন হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর তার ধাক্কা এসে লাগে পুঁজিবাজারেও। তাতে বাজারে মন্দাভাব দেখা দেয়। সূচকের পাশাপাশি লেনদেনও কমতে শুরু করে। তারই একপর্যায়ে লেনদেন কমতে কমতে ৩০০ কোটি টাকার কাছাকাছি চলে আসে। সূচক নেমে যায় ৬ হাজার পয়েন্টের মাইলফলকের নিচে। এমন এক পরিস্থিতিতে বাজারের পতন ঠেকাতে গত ৩১ জুলাই থেকে শেয়ারের দামের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস বেঁধে দেওয়া হয়। ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার পর থেকে বাজারে লেনদেনে গতি ফিরতে শুরু করে। এর মধ্যে গত পাঁচ কার্যদিবস ধরে হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে ঢাকার বাজারে।

কয়েক দিন ধরে লেনদেন হাজার কোটি টাকার ওপরে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরেছে। তাতে নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। এতে আশা জাগছে বিনিয়োগকারীদের মধ্যে। এই ধারাবাহিকতা বজায় থাকা কাম্য।

Tagged