পুঁজিবাজারে রাঘববোয়ালের থাবা ও দুর্বল তদারকির কী হবে

পুঁজিবাজারে বিভিন্ন কারসাজিতে প্রতি সপ্তাহেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, বাজারের প্রতি আস্থার সংকট দেখা দিচ্ছে। ইতোমধ্যে হারিয়ে যেতে শুরু করেছে বিনিয়োগকারীদের মূলধনও। জানা গেছে, গত দুই সপ্তাহে প্রায় ১৮ হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে দেশের পুঁজিবাজার।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিবেদনে বলা হয়েছে, ‘পুঁজিবাজারকে প্রভাবিত করছে রাঘববোয়ালরা। দুর্বল তদারকির কারণে আইপিও, লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে কারসাজি হয়ে থাকে। পুঁজিবাজারকে আকর্ষণীয় করতে সুশাসন জরুরি।

বিভিন্ন মহলে নানামুখি পদক্ষেপের কথা বলা হলেও কার্যত পুঁজিবাজারে এর সুফল আসছে না। সুশাসন, স্বচ্ছতা জবাবদিহিতার পরিবেশ এখনও অনেক দূর। এই বাস্তবতায় কেবল রোড শো করে বিনিয়োগকারীদের মনে আত্মবিশ্বাস বাড়ানো যাবে না।

বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। কারণে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১২ হাজার কোটি টাকার বেশি নেমে গেছে। সেই সঙ্গে সবকটি মূল্যসূচক লেনদেন কমেছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই বাজার মূলধন দাঁড়িয়েছে লাখ ৩৯ হাজার ২৫৮ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল লাখ ৫১ হাজার ৫৯০ কোটি টাকা। অর্থাৎ এই সপ্তাহে ডিএসই বাজার মূলধন কমেছে ১২ হাজার ৩৩২ কোটি টাকা। আগের সপ্তাহে বাজার মূলধন কমেছিল হাজার ৬০০ কোটি টাকা। সেই হিসাবে দুই সপ্তাহে প্রায় ১৮ হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে এই বাজার। এ ধারা অব্যাহত থাকলে সংকট আরও বাড়তে পারে।

Tagged