পুঁজিবাজারে ফের লেনদেন হতাশাজনক

দেশের পুঁজিবাজারে গত কয়েক দিন ধরে লেনদেন কমে হতাশাজনক পর্যায়ে চলে এসেছে। এর আগে লেনদেন দুই হাজার কোটি টাকার উপড়ে উঠেছিল। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ছয়শ কোটি টাকার ঘরে। ফলে বাজারের ধারাবাহিক চিত্র আশাব্যঞ্জক নয়। এ ধরনের বাজারচিত্র স্থিতিশীলতার পক্ষে অন্তরায়।

গত এক দশকের বাজার যদি পর্যবেক্ষণ করা হয়, তাহলে দেখা যাবে বিভিন্ন সময় একতরফাভাবে পতনের দিকে ঝুঁকেছিল। এতে বাজারের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্ন্তাতিক পুঁজিবাজারের সঙ্গে অনেক ক্ষেত্রেই আমাদের বাজারের সঙ্গতি নেই। এই পরিস্থিতি কাটানোর জন্য যত ধরনের পদক্ষেপ  নেয়া উচিত ছিল, তার সবটাই নেয়া হয়েছে বলা যাবে না। যে কারণে দীর্ঘ সময় বাজার মন্দার কবলে ছিল। এরপর সাম্প্রতিক পরিবর্তন দেখে আমাদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তবে এটি কতটা দীর্ঘস্থায়ী হবে সেই সংশয় এখনও কাটেনি। বিশেষ করে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের কাছে সবকিছু স্পষ্ট হওয়া দরকার। যাতে তারা দেখে-শুনে বিনিয়োগ করতে পারেন। কী কারণে লেনদেন আড়াই হাজার কোটি থেকে ৬শ কোটিতে নেমে আসে এটি বিনিয়োগকারীদের জানা থাকা দরকার। তাহলে পুঁজিবাজারের উন্নতি ত্বরান্বিত হতে পারে।

Tagged