প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অভাব পূরণে কাজ করছে কমিশন: বিএসইসি চেয়ারম্যান

এসএমজে ডেস্ক:

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের যে অভাব রয়েছে তা দ্রুতই পূরণ করা হবে। বাজারে বিনিয়োগের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন- পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিয়োগকারীর অভাব রয়েছে। এটি দ্রুত পূরণ করতে কাজ করছে কমিশন।

গতকাল ০৭ অক্টোবর (বুধবার) আয়োজিত বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ভারচ্যুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএপিএলসির প্রেসিডেন্ট আজম জে চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির তাদের বক্তব্য রাখেন।

বিএসইসির চেয়্যারম্যান বলেন- করোনা আমাদের অনেককিছু শিখিয়েছে। সরকারের প্রণোদনা ঘোষণায় প্রাথমিকভাবে আমাদের বাঁচিয়েছে। কি করতে হবে তাও বলে দিয়েছে। তবে নতুন করে আসা মহামারির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।

তিনি আরোও বলেন- উন্নয়নশীল দেশে পরিণত হলে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুযোগ সুবিধা কমে যাবে। সুতরাং আমাদের পণ্যে নতুনত্ব আনতে হবে। জিএসপিসহ সব ধরনের সুযোগ সুবিধা কিভাবে কাজে লাগানো যায় তা দেখতে হবে।

এ সময় শেখ ফজলে ফাহিম বলেন- করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সকল ব্যবসায়ীদের আগামী ২ বছর অগ্রিম কর না দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি। করোনার চলমান অবস্থা থেকে উত্তরণে করপোরেট করহার কমাতে হবে।করোনার পর থেকে ব্যবসায়ীদের জন্য এফবিসিসিআই পলিসিগত সাপোর্ট দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য খাতওয়ারি স্কিম সুবিধার জন্য কাজ করছে বলেও জানান তিনি।

এসএমজে/২৪/মি

Tagged