দরপতন যেনো কিছুতে পুঁজিবাজারের পিছু ছাড়ছে না। এক কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার দেশের পুঁজিবাজারে আবারও পতন হয়েছে। এদিন দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এর মাধ্যমে চলতি সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হলো। এখন প্রশ্ন হচ্ছে এই পেতন ঠেকানোর উপায় কী?
দরপতন দেখা দেওয়ার পাশাপাশি চলছে লেনদেন খরাও। চলতি সপ্তাহের চার কার্যদিবসের এক কার্যদিবসেইও ডিএসইতে পাঁচশ কোটি টাকার লেনদেনের দেখা মেলেনি। বরং ধারাবাহিকভাবে লেনদেন কমতে কমতে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের ঘটনাও ঘটেছে।
গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমে চারশ কোটি টাকার নিচে চলে আসে। যা চলতি বছরের ২৯ মার্চের পর সর্বনিম্ন। এ পরিস্থিতিতে বুধবার লেনদেন কিছুটা বাড়লেও সাড়ে চারশ কোটি টাকা স্পর্শ করতে পারেনি। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়া স্বাভাবিক। এখন পরিস্থতি কাটানোর জন্য সংশ্লিষ্টদের চেষ্টা করতে হবে। না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।