পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জরুরি

পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জরুরি। বাজারের আচরণ বারবারই এটি প্রামাণ করছে। গত কয়েকদিন ধরে সূচকে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। শেয়ার বিক্রি করার ঝোঁক যদি আতঙ্কে পরিণত হয়, তাহলে স্থিতিশীল বাজার পাওয়া কঠিন। দীর্ঘ মেয়াদি বিনিয়োগ বাজারে ভারসাম্য সৃষ্টি করে।

পুঁজিবাজারে সব সময় সূচক ঊর্ধ্বমুখী থাকবে না। তবে পতনের কারণ থাকা চাই। কী কারণে সূচক একাধিক কার্যদিবস পতনে থাকে তার একটি ব্যাখ্যা নিশ্চিয়ই রয়েছে। পুঁজিবাজার কোনো যাদুমন্ত্রের বিষয় নয়। এটি আধুনিক অর্থনীতির অন্যতম স্তম্ভ। তবে যেকোনো জায়গায়ই অনিয়মকারীরা থাকতে পারে। কথা হচ্ছে, তাদের হাত যেনো নিয়ন্ত্রক সংস্থার থেকে লম্বা না হয়ে যায়, সেটি খেয়াল রাখা প্রয়োজন। তাহলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক থাকবে না। তারা পুঁজিবাজারে বিনিয়োগ করেন বৈধ পথে উপার্জন করার জন্য, আতঙ্কে ঘুম হারাম করার জন্য নয়। সুতরাং একদিকে বিনিয়োগস্থায়ীত্ব বাড়ানোর উদ্যোগ নিতে হবে, আরেক দিকে বাজারে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। দুটির কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। পৃথিবীজুড়ে এমন নজিরই রয়েছে। আমরা পারবো না কেনো?

Tagged