পুঁজিবাজারে আধিপত্য দূর করার বিকল্প নেই

কোনো ব্যবস্থাপনার জন্যই আধিপত্যবাদ ভালো কিছু নয়। পুঁজিবাজারের ক্ষেত্রে যেকোনো ধরনের আধিপত্য বিস্তার আরও ক্ষতিকারক। এতে বাজারের স্বাভাবিক লেনদেন বাধাগ্রস্ত হয়, ঝুঁকিপূর্ণ হয়। আমাদের দেশের পুঁজিবাজারে সিডিন্ডকেট বা কতিয়পয় ব্যক্তির আধিপত্য রয়েছে বলে অনেক বাজার বিশ্লেষক দাবি করেন। বিভিন্ন সময় তাদের বক্তব্য থেকে এ ধরনের ইঙ্গিত পাওয়া যায়। তাদের মতে, বর্তমান পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের কোনো ধরনের আস্থা নেই। কারণ এ বাজারে অশুভ শক্তির আধিপত্য রয়েছে।

আমরা বলতে চাই, বিশ্লেষকদের এমন দাবি যদি সঠিক হয়, তাহলে বাজারের জন্য এটি অশনি সংকেত। এখনই এই অবস্থার বিনাশ প্রয়োজন। তা নাহলে দেশে বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। যা অর্থনীতির জন্য ঝুঁকি সৃষ্টি করবে। এই ঝুঁকি এড়ানোর জন্য এখনই সংম্লিষ্টদের হুঁশ আসা দরকার। এত বড় একটা জাতীয় ইস্যুতে যদি গাফিলতি করা হয় তাহলে পুরো জাতিরই ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই এ বিষয়ে সবার আগে কাম্য সরকার ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ।

Tagged