পুঁজিবাজারে অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে

প্রতিদিনই সূচক বাড়বে না। আবার টেনেটুনে সূচক বাড়ানোই শেষ কথা নয়। কথা হচ্ছে একটি স্থিতিশীল, বিশ্বমানের পুঁজিবাজার গড়ে তোলা। এটি করা দরকার দেশের অর্থনীতির স্বার্থেই। এর জন্য প্রথমেই প্রয়োজন বাজার ব্যবস্থাপনায় সুশাসন কায়েম করা। সব ধরনের অনিয়ম বন্ধ করা। তা হলেই একটি স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব হবে। এটি করতে হলে পুঁজিবাজারে একটি শুদ্ধি অভিযান চালাতে হবে।

যে বিষয়টি আমরা অনেক দিন ধরে বলে আসছি, সেটি পুঁজিবাজার যারা পরিচালনা করবেন, তাদের মধ্যে দেশপ্রেম, সততা ও নিষ্ঠা থাকতে হবে। এমন ধরনের লোকই পারবে পরিস্থিতির উন্নতি করতে। বিশেষ করে সততার সঙ্গে কাজ করতে না পারলে বাজার থেকে অনিয়ম দূর হবে না। আমাদের দেশে সাধারণ মানুষ পরিশ্রমী এবং সৎ। তারা স্বাধীনতার মতো একটি কঠিন কাজ সম্পন্ন করেছে। এর সুফল পেতে হলে কতিপয় দুর্বৃত্তকে প্রতিহত করতে হবে। যাদের মধ্যে স্বাধীনতার পঞ্চাশ বছরেও দেশপ্রেম জাগ্রত হয়নি, তাদেরকে আর সুযোগ দেওয়া ঠিক নয়। এখন দরকার কঠোর হওয়া। এটি একদিনের কাজ নয়। নিরন্তর একটি প্রক্রিয়া। যার মধ্যদিলে পুঁজিবাজারে একটি শুদ্ধি অভিযান চলতে থাকবে। এর মধ্য দিয়েই পুঁজিবাজার তার নিজস্ব ভিত্তির উপর দাঁড়িয়ে যাবে।

Tagged