পুঁজিবাজারের স্থিতিশীলতায় সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নমনীয় শর্তে তফসিলি ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২শ কোটি টাকার তহবিল গঠনের যে সুযোগ দিয়েছে, সেটির বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছে বৈঠকে।

বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এই বৈঠকে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, পরিচালক শাকিল রিজভী প্রমুখ অংশ নেন।

বৈঠকশেষে সাংবাদিকদের ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বলেন, বাজার নিয়ে ডিএসই ও বাংলাদেশ ব্যাংক একসাথে কাজ করবে।বাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বৈঠকে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করার বিষয়েও আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে ট্রেজারি বন্ডগুলো ডিএসইতে তালিকাভুক্ত রয়েছে, কিন্তু সেগুলো এতদিন লেনদেন হয়নি। অতি দ্রুতই বন্ডগুলোর লেনদেন চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে গভর্নর জানিয়েছেন।

ইতোমধ্যে ট্রেজারি বন্ড লেনদেনের সকল কার্যক্রম ডিএসইতে সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান, ট্রেজারি বন্ড লেনদেনের সকল ব্যবস্থা ডিএসইতে নেয়া শেষ হয়েছে। এখন শুধু বাংলাদেশ ব্যাংক থেকে ট্রেজারি বন্ড লেনদেনের উপর নীতিমালা চালু করলেই বন্ডগুলোর লেনদেন চালু হবে।

এসএমজে২৪/কা

Tagged