সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৮৫ কোটি টাকা লেনদেন

এসএমজে রিপোর্ট
সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ছিলো ২৯টি কোম্পানির শেয়ার। এ লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৪৫ কোটি টাকা বা ১১৩ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ২ কোটি ২৬ লাখ ৭ হাজার ৭১৪টি শেয়ার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮৫ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৩২ কোম্পানির ১ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৪৯টি শেয়ার হাতবদলের মাধ্যমে ৪০ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বøক মার্কেটে ৪৫ কোটি ২৭ লাখ ৩৪ হাজার টাকা বা ১১২.৬৪ শতাংশ লেনদেন বেড়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৪ কোটি ৭০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের।
এছাড়া ব্যাংক এশিয়ার ৪ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৫৩ লাখ ২২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬ লাখ ৩৭ হাজার টাকার, গøাক্সোস্মিথক্লাইনের ২ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১২ লাখ টাকার, প্রাইম ব্যাংকের ৬৭ লাখ ৩২ হাজার টাকার, সিমটেক্সের ৫ লাখ ৪০ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৩ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৯৯ লাখ টাকার, ডাচবাংলা ব্যাংকের ২ কোটি ১ লাখ ৩৪ হাজার টাকার, খান ব্রাদার্সের ৬ লাখ ১০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৫০ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার টাকার, ইন্ট্রাকোর ৫ লাখ টাকার, ইসলামী ব্যাংকেরর ২ কোটি ৩৫ লাখ টাকার, ম্যারিকোর ৬৯ লাখ ৫০ হাজার টাকার, নাভানা সিএনজির ৩ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার, সিনো বাংলার ১১ লাখ ৪৭ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮৩ লাখ টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ৮৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬ লাখ ৫৮ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ২৯ লাখ ৪৬ হাজার টাকার এবং সিঙ্গার বিডির ৫১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/এমএইচ

Tagged