পুঁজিবাজারের টাকায় শিল্পায়ন জবাবদিহিমূলক হোক

বর্তমানে বৈশ্বিক অর্থব্যবস্থায় পুঁজিবাজার অনিবার্য অঙ্গ। কারণ আধুনিক শিল্পায়নের যুগে পুঁজিবাজার সবচেয়ে বেশি কার্যকর। এমনকি অনেকে ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার চেয়েও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার। এই সত্য আমরা উপলব্ধি করতে পারবো যদি উন্নতবিশ্বের পুঁজিবাজারের দিকে তাকাই। তবে এই পুঁজিবাজারকে রাখতে হবে বিশ্বাসযোগ্য। বিশেষ করে পুঁজিবাজার থেকে টাকা নিয়ে যে শিল্পায়ন হবে, সেটি হওয়া প্রয়োজন জবাবদিহিমূলক।

দেশের ব্যাংক ব্যবস্থা, আর্থিক খাত, এনবিআরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর র্পবেক্ষণণের আলোকে সহজেই বোঝা সম্ভব একজন উদ্যোক্তা কতটা সৎ ও যোগ্য। সৎ ও যোগ্য উদ্যোক্তার হাতে টাকা থাকলে শিল্পের বিকাশ ভালো হবে। এটি একটি শতসিদ্ধ ব্যাপার। ভালো করে যাচাই-বাছাই করে সৎ উদ্যোক্তাদের পুঁজিবাজারে আসার সুযোগ করে দিলে বাজার উকৃত হবে এবং দেশের অর্থনীতি গতিশীল হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের অন্যতম ভরসার জায়গা হবে পুঁজিবাজার। তখন মানুষ হাতের জমানো টাকা উৎপাদনমুখী কাজে লাগানো সহজ হবে। এতে কর্ম সংস্থান যেমন বাড়বে, তেমনি অর্থনীতির মূল ধারায় অধিক মানুষেকে টেনে আনা সম্ভব হবে। এভাবে গোটা জাতিকেই একটি উন্নততর অর্থনীতির নিয়ামক হিসেবে সংযুক্ত করার কাজটি সহজ হবে।

Tagged