আজ ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির লেনদেন ২১ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৫ কোটি ৭০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। কোম্পানিটির মোট ৪ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এসিআই লিমিটেডের মোট ২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এবি ব্যাংক, অ্যাক্টিভ ফাইন কেমিক্য‍ালস, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ডেলটা ব্র্যাক হাউজিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স,আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক,ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইন্স্যুরেন্স,কর্ণফুলী ইন্স্যুরেন্স, লিগাসি ফুটওয়্যার,লাফার্জ হোলসিম,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এনসিসিবিএল ‍মিউচুয়্যাল ফান্ড, ন্যাশনাল ফীড, ন্যাশনাল পলিমার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপ্যলস ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স,  কাশেম ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, রবি আজিয়াটা, সী পার্ল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সোনারগাও টেক্সটাইল, সামিট পাওয়ার ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged