পুঁজিবাজারের উন্নতি যেনো লোক দেখানো বিষয় না হয়

বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব দেশের অর্থনীতিকেও কিছুটা কাবু করতে পারে। তবে যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নেয়া যায় তা হলে পরিস্থিতি মেকাবিলা সহজ হতে পারে। অর্থনীতির অন্যতম ক্ষেত্র দেশের পুঁজিবাজার। এখানেও বিশেষভাবে মনযোগ দিতে হবে। কারণ এটি লাখ লাখ বিনিয়োগকারী ও শত শত কোম্পানির স্বার্থসংশ্লিষ্ট একটি জায়গা। এটি দেশের অর্থনীতিরও জন্যও গুরুত্বপূর্ণ। তাই পুঁজিবাজারের উন্নয়ন যেন লোক দেখানো না হয়। এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের বিষয়টি খেয়াল রাখতে হবে।

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের কৌশলগত দিকেও নজর দিতে হবে। কোন কৌশলে অগ্রসর হলে আমাদের অর্থনীতি এবং পুঁজিবাজার উন্নত হবে, সেটি ঠিক করতে হবে। এ ক্ষেত্রে আমাদের দেশের বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় দেখা যায় কৌশলগত দিক থেকে আমরা পিছিয়ে পড়ি। এটি আমাদের জন্য একটি বড় দুর্বলতা। এই দুর্বলতা কাটিয়ে তুলতে হলে প্রথমেই যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতে হবে। একই সঙ্গে অযোগ্যদের দূরে রাখতে হবে। অনেক সময় অযোগ্যদের জন্য যোগ্যরা কাজ করতে পারেন না। অযোগ্যরাই বেশি লোক দেখানো কাজ করে। এটি শেষ পর্যন্ত পুঁজিবাজারের জন্য গঠনমূলক হয় না।

Tagged