পুঁজিবাজারের আকার বাড়া এখন সময়ের দাবি

শেয়ারবাজারের আকার দিন দিন বাড়তেই থাকবে। শেয়ারবাজা‌রের আকার বে‌ড়ে ৮ লাখ কোটি টাকা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সম্প্রতি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আয়োজিত ‘রিং দ্যা বেল অফ ডিবাট ট্রেডিং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইনভেস্টরস’ ক্লেইম সেটেলমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগকারীদের ডি‌ভি‌ডেন্ড না দেওয়ায় বিশাল সংখ্যক মানুষ শেয়ারবাজার বিমুখ।

আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছি, পুঁজিবাজারের আকার বাড়ার বিষয়টি এখন সময়ের দাবি। দেশে অর্থনীতি বহু গুণ বেড়ে গেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি দেশের পুঁজিবাজারের আকার। এ কারণে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের মধ্যে ভারসাম্য বজায় থাকছে না। এ বিষয়ে বাজার বিশ্লেষকরা বিভিন্ন সময় ইতিবাচক মনোভাব প্রকাশ করে আসছেন। এখন সময় এসেছে নীতিনির্ধারকদের বিষয়টি নিয়ে ভেবে দেখার। তবে কেবল ভাবনার মধ্যে আটকে থাকলেই চলবে না। দরকার হচ্ছে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার।

Tagged