পুঁজিবাজারের আকার বাড়লে অর্থনীতি সমৃদ্ধ হবে

কিছু বিনিয়োগকারী আর কোম্পানির স্বার্থেই পুঁজিবাজার দরকার নয়, গোটা অর্থনীতি সমৃদ্ধ করার জন্যই পুঁজিবাজারের উন্নতি প্রয়োজন। একইসঙ্গে দরকার পুঁজিবাজারের আকার বৃদ্ধি করা। আমরাও মনে করি কিছু দুর্বলতা বর্তমান পুঁজিবাজারে রয়েছে। এ জন্য পুঁজিবাজার সংক্রান্ত নীতিমাল ও ব্যবস্থাপনা পরিবর্তন দরকার। সঠিক নীতিমালার ভিত্তিতে চললে পুঁজিবাজার অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

পুঁজিবাজার নিয়ে কারো কারো মধ্যে নেতিবাচক মনোভাব রয়েছে। এ ধরনের মনোভাব সৃষ্টি হওয়ার জন্য অতীতের কিছু ভুল-ত্রুটি হয়তো কাজ করছে। সেসব ভুল-ত্রুতি শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজে কিছুটা ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। এখন দরকার একটি সামগ্রিক কর্ম পরিকল্পনা, যাতে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনো যায়। পাশাপাশি যে ধরনের ব্যবস্থাপনার কারণে পুঁজিবাজার বিকশিত হতে পারছে না, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া যাবে না। সব ধরনের অনিয়মের ঊর্ধ্বে থেকে পুঁজিবাজারকে কাঠামোগতভাবে গড়ে তুলতে হবে। তাহলে দেশের অর্থনীতির জন্য সহায়ক একটি পুঁজিবাজার পাওয়া সম্ভব হবে বলে আমাদের ধারণা।

Tagged