‘ভুল’ বলে অনিয়মকে ছাড় দেওয়া উচিত নয়

অতীতের অনিয়মকে ‘ভুল’ বলে ছাড় দিয়ে দেওয়া উচিত হবে না। এতে অনিয়মই উৎসাহিত হবে। অনিয়মকারীরা মনে করবে সবকিছুই ‘ভুল’ বলে চালিয়ে দেওয়া যাবে। বিশেষ করে দেশের পুঁজিবাজারের মতো স্পর্শকাত জায়গায় এ ধরনের কাজ কিছুতেই সমাধান নয়। বরং নতুন নতুন অনিয়ম সৃষ্টি হতে পারে, যা পুঁজিবাজারে বড় ধরনের সংকট তৈরি করবে। এই জন্য অতীতে অনিয়মের জন্য যারা দায়ী তাদের শাস্তি হওয়া কাম্য।

বর্তমান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দায়িত্ব নেয়ার পরপরই বলে আসছে অতীতে কিছু ভুল-ত্রুটি হয়েছে। যে কারণে বাজার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমরা মনে করি তাদের এই বক্তব্য যদি সঠিক হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেনো? এছাড়া যারা এমন একটি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ভুল হরহামেশাই ভলু করে বসে তারা দায়িত্ব পান কী করে। দুর্বল কোম্পানিকে আইপিওর অনুমোদন দিলে বাজার ক্ষতিগ্রস্ত হবে, এটুকু বোঝার ক্ষমতা কি তাদের ছিল না? তাই আমরা আশা করবো, যাদের কারণে দেশের স্বার্থ বা পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করা হোক। এটি ভবিষ্যতের জন্য নজির তৈরি করবে।

Tagged