পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানবাধিকার, জেন্ডার ও সংখ্যালঘুদের অধিকার বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ হয়েছে গত রোববার। পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে মানব কল্যাণ পরিষদ এমকেপি’র আয়োজনে নেটজ বাংলাদেশের কারিগরী সহায়তায় এ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে নারী-পুরুষ কমিউনিটি, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নাগরিক সংগঠনের সদস্য ও প্রতিনিধি সহ প্রায় ২৭ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। প্রশিক্ষণ প্রদান করেন প্রসপেক্ট প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর শিরিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাসিলিটেটর রৌশনারা বেগম, সাংবাদিক দেলওয়ার হোসেন দুলাল সরকার, ছামারুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর নিলুফা ইয়াসমিন, প্রমুখ।
ব্রেকিং নিউজ :