এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সম্পদ পুর্নমূলায়ন করেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ফ্লোর স্পেস, জমি ও ভবন এবং খালি জমি পুর্নমূলায়ন করেছে। ফেমস অ্যান্ড আর চার্টার্ড অ্যাকাউন্টস কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন করে।
পুর্নমূলায়নের পর কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) বেড়েছে। মোট এনএভি হয়েছে ১২৯ টাকা ৪০ পয়সা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এসএমজে/২৪/বা