নয় কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৯ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে । কোম্পানিগুলো হলো:-লিগ্যাসি ফুটওয়্যার, ন্যাশনাল টি, জি কিউ বলপের, উসমানিয়া গ্লাস শীট, মুন্নু এগ্রো, মুন্নু ‍সিরামিক, জিবিবি পাওয়ার, বাংলাদেশ সার্ভিস ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

ছকে প্রান্তিকের বিবরণ দেওয়া হলো:

কোম্পানির নাম ইপিএস এনএভি এনওসিএফপিএস
২০২০ ২০১৯ ডিসেম্বর ২০২০ জুন ২০২০ ২০২০ ২০১৯
লিগ্যাসি ফুটওয়্যার ০.৪১ ০.২০ ১০.৫২ ১০.৪৩ ০.০৪ ১.৮১
ন্যাশনাল টি ০.৩০ ১.২৭ ১১৮.৬৬ ১১৬.৭৫ ২৬.৩২ ১.৬৩
জি কিউ বলপের ০.২৫ ০.২১ ১৩৩.১২ ১৩৪.২১ ২.৩৪ ০.৮৬
উসমানিয়া গ্লাস শীট ৩.৩৫ ১.০৪ ৮৯.০৮ ৯২.৪৫ ১.৬৪ ৩.১৩
মুন্নু এগ্রো ০.৬১ ১.৭৪ ১৫.৪৪ ১৪.২৮ ২৫.৯৯ ০.৮৯
মুন্নু ‍সিরামিক ০.৩৭ ০.৪৩ ৬০.২২ ৫৯.৫০ ১.৩৭ ০.৭৯
জিবিবি পাওয়ার ০.৪৫ ০.১৭ ২০.২১ ১৯.৮৫ ১.১৩ ০.৮৯
বাংলাদেশ সার্ভিস ৩.৮৮ ১.২৩ ১১.৮৮ ৬.৭৬ ৭.৮৭ ২.৮০
সোনারগাঁও টেক্সটাইল ০.৪৬ ০.২৬ ২৩.৫৫ ২৪.৪৩ ৫.৫৮ ০.০১

সূত্র: ঢাকা স্টক এক্সডেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged