ন্যাশনাল পলিমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ  লিমিটেড চলতি (২০১৯-২০) হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল (৩ জুন) বুধবার, অনুষ্ঠিত কোম্পানির পরিচালন পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ন্যাশনাল পলিমারের শেয়ার প্রতি আয় (Earning Per Share- EPS) হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত বছরের তৃতীয় প্রান্তিকে ছিল ১ টাকা ২৬পয়সা।

এদিকে, তিন প্রান্তিক নয় মাসে (জুলাই’১৯-মার্চ’২০) ন্যাশনাল পলিমারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬৭ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে ২ টাকা ৫৬ পয়সা ইপিএস হয়েছিল।

জুলাই১৯- মার্চ২০ কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ৮.১৩ টাকা গত বছর ছিল ৫.১২ টাকা।

৩১ মার্চ ২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট এ্যাসেট ভ্যালু(এনএভি) হয়েছে ৩৫.৪৩ টাকা এবং ৩০ জুন ২০১৯ যার পরিমান ছিল ৩১.৯৫ টাকা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged