নিরুপায় বিনিয়োগকারীরা আবারও রাস্তায় নামলো

আবারও রাস্তায় সাধারণ বিনিয়োগকারীরা। এবার শেয়ারবাজারের টানা দরপতনের প্রতিবাদে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শেয়ারবাজারের বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। এক কথাইয় বলা চলে বিনিয়োগকারীদের এখন কোথাও যাওয়ার নেই। তাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে দরপতনে। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে আশা তৈরি হয়েছিলো পুঁজিবাজারে সেটি এখন গুড়েবালি। বিশেষ করে সংস্থাটির নেতৃত্ব তেমন কোনো কাজই করতে পারেনি এ সময়ের মধ্যে বরং অভ্যন্তরীণ সংকটে হাবুডুবু খাচ্ছে।

গত আট মাসে পুঁজিবাজারের সূচক শুধু নিচেই নেমেছে, ওপরে উঠে নাই। এই সময় সূচক প্রায় নয় শ পয়েন্ট কমেছে। টানা এই দরপতনে প্রায় ৮০ হাজার কোটি টাকার মূলধন হারিয়েছেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে পতন চলতে থাকায় বাজারে বিনিয়োগকারীর সংখ্যা ১৮ লাখ থেকে কমে ৭ লাখে নেমে এসেছে। বিনিয়োগকারীদের অনেকে ৭০ থেকে ৮০ শতাংশ পুঁজি হারিয়েছেন।’

বিক্ষোভকালে বিনিয়োগকারীরা বিএসইসি চেয়ারম্যানের অপসারণে আলটিমেটামও ঘোষণা করেন। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা জানান, ৩০ এপ্রিলের মধ্যে যদি বিএসইসি চেয়ারম্যানকে অপসারণ করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আমলের সুবিধাভোগীরাও বিএসইসিতে সম্পৃক্ত আছেন, তাঁদেরও অপসারণের বিষয়ও তারা দাবি করেন। এ সময়ে বিনিয়োগকারীদের রাস্তায় নামা একেবারে বেমানান। তবে তাদের উপায় নেই।

Tagged