নতুন বিনিয়োগকারীরা যেনো হতাশ না হন

পুঁজিবাজারে নতুন আইপিও এলে নতুন নতুন বিনিয়োগকারীও বাজারের আসার তাগিদ অনুভব করেন। গত অক্টোবর মাসে নতুন করে পৌনে ১ লাখ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারী বিনিয়োগকারী এসেছেন। শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) বরাত দিয়ে গণমাধ্য এ তথ্য জানায়। গত ১ অক্টোবর বিনিয়োগকারীদের বিও সংখ্যা ছিলো ২২ লাখ ৮৬ হাজার ৩৫৪টি। সেখান থেকে ৭৮ হাজার ১২৯টি বেড়ে নভেম্বরে দাঁড়িয়েছে ২৩ লাখ ৬৪ হাজার ৪৮৩টিতে।

ধারণা করি, সেকেন্ডারি মার্কেটে ইতিবাচক লেনদেনের পাশাপাশি বেশ কিছু কোম্পানির আইপিও অনুমোদন পাওয়ার ফলে নতুন করে বিনিয়োগ করতে পুঁজিবাজারে এসেছেন এসব বিনিয়োগকরী। এটি পুঁজিবাজারের জন্য ইতিবাচক লক্ষণ। তবে খেয়াল রাখতে হবে কতিপয় অশুভ চক্রের প্রতারণার মুখে যেনো এসব বিনিয়োগকারী হতাশ না হন। নতুন বিনিয়োগকারী যত বেশি পুঁজিবাজারে যুক্ত হবেন, তত বেশি বাজার গতিশীল হবে। এই গতি ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের সব সময় নজরদারি প্রয়োজন। মানুষ আস্থা নিয়ে এখানে বিনিয়োগ করতে আসেন। তাদের আস্থার প্রতিদান যেনো হতাশা না হয়। তারা যেনো বৈধভাবে উপার্জনের নিশ্চিয়তা পান।

Tagged